শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১
The Daily Post

তালায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 

তালায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

সাতক্ষীরার তালায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ জুন) তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের এমপি ফিরোজ আহম্মেদ স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা ইউএনও আফিয়া শারমিন। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইখতিয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান মুস্তারি সুলতানা পুতুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এনামুল ইসলাম প্রমুখ। 

উপজেলায় পর্যায়ে খেলায় অংশ নেয় তালা সদর ও ইসলামকাটি ইউনিয়ন। খেলায় ৭-০ গোলে ইসলামকাটি ইউনিয়নকে হারিয়ে বিজয়ী হয়েছে তালা সদর ইউনিয়ন।

টিএইচ